DMRC কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, প্রিন্সিপাল ওবায়দুল্লাহ নয়ন ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আফরোজা বেগমসহ ৮ জনকে আসামি করে আত্মসাৎ চেষ্টার অভিযোগে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।
ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ২৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার টাকার এফডিআরের বৈধ উৎসের ব্যাখ্যা দিতে না পারা ও আত্মসাৎ চেষ্টার অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, প্রিন্সিপাল ওবায়দুল্লাহ নয়ন ও ম্যানেজিং কমিটির সহসভাপতি আফরোজা বেগমসহ ৮ জনকে আসামি করে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।
এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর কেবল কলেজের প্রধান হিসাবরক্ষক আকরাম মিয়ার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। কলেজের দায়িত্বপ্রাপ্তরা পুরো টাকা কলেজের বলে দাবি করে আসছিল। কিন্তু ওই টাকার যথাযথ হিসাব দিতে ব্যর্থ হন আসামিরা। তারা এ টাকা গোপনের চেষ্টা করেছেন।
অন্য আসামিরা হলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহফুজা রহমান বীনা ও ওমর
ফারুক, কলেজের সহকারী অধ্যাপক কানিজ ফাতিমা সাফিয়া ও মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন মিয়া।