আন্তর্জাতিকদেশ মহাদেশ
আবদুল হামিদ খান ভাসানী-বল্লমের মতো ঝলসে ওঠে তার হাত বারবার
বল্লমের মতো ঝলসে ওঠে তার হাত বারবার
অতিদ্রুত স্ফীত হয়, স্ফীত হয়, মৌলানার সফেদ পাঞ্জাবি,
যেন তিনি ধবধবে একটি পাঞ্জাবি দিয়ে সব
বিক্ষিপ্ত বে-আব্রু লাশ কী ব্যাকুল ঢেকে দিতে চান।
সফেদ পাঞ্জাবি, দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩), শামসুর রাহমান (চন্দন চৌধুরী (সম্পাদক)। শ্রেষ্ঠ কবিতা। কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৯।
মওলানার টুপিওয়ালা উঁচু মাথাটি যেন
এক হারিয়ে যাওয়া পর্বতের স্মৃতি
আল মাহমুদ। “মওলানা ভাসানীর স্মৃতি”। কবিতাসংগ্রহ। অক্ষর প্রকাশনী। পৃষ্ঠা ১১৭। আইএসবিএন 9789849016045।
মওলানা ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন এটা সারা বাংলাদেশের গর্ব। বাংলাদেশের ইতিহাস তিনি সৃষ্টি করেছেন। মওলানা ভাসানী না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না। তিনি ছিলেন মজলুম জননেতা।