জনীতিবিদ শেখ ফজলুল করিম সেলিমের (শেখ সেলিম) ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। শেখ সেলিমের সঙ্গে গড়ে তোলেন অবৈধ প্রেমের সম্পর্ক।
চিত্রনায়িকা নিপুণের ফেসবুকে ঢুকলেও দেখা যায়, শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে একাধিক ছবি রয়েছে নিপুণের। মেয়ের জন্মদিনের অনুষ্ঠান কিংবা তাঁর নিজের পার্লার উদ্ভোধনের অনুষ্ঠানেও নিপুণের সঙ্গে দেখা যায় শেখ সেলিমকে।
একাধিক সূত্রে শোনা যাচ্ছে, ২০১৬ সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণের প্রসাধনী ও লাইফ-স্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছেন শেখ সেলিম।
গত কয়েক বছরে খুব বেশি সিনেমা না করলেও বিলাসবহুল জীবন যাপন করে চলেছেন নিপুণ। বিলাসবহুল গাড়ি, বিদেশে মেয়ের পড়াশোনা সবই নাকি শেখ সেলিমের বদৌলতে এমনটাও শোনা যাচ্ছে।