জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনায় অবদান সমূহ:
১. জিয়াউর রহমান মানুষের বাকস্বাধীনতা ও কন্ঠরোধ কে আবার জনগনের কাছে ফিরিয়ে দেন।
২. জিয়াউর রহমান জনগনের কল্যানের জন্য মহাখালী নার্সিং কলেজ, জাতীয় হৃদ রোগ ইনষ্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থপেডিক হাসপাতাল, জাতীয় চক্ষু বিঞ্জান ইনষ্টিটিউট স্থাপন করেন।
৩. জিয়াউর রহমান মহিলা পুলিশ,আনছারওভিডিপি তেরি করেন।
৪. জিয়াউর রহমান মহিলা বিষয়ক মন্ত্রনালয় স্থাপন করেন, চাকুরী ক্ষেত্রে ১০ শতাংশ নারি কোঠা চালু করেন।
৫. জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের জন্য সংসদের ১৫%নারীর সদস্য থেকে ৫০%সংসদ সদস্য কোঠা চালু করেন।
৬. জিয়াউর রহমান জন্মনিয়ন্ত্রণ রোধে পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় স্থাপন করেন।
৭. জিয়াউর রহমান পূর্বের তদানিন্তন সরকারের দূর্নীতির কারনে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলোকে আবার সচল করেন।
৮. দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করার কারনে আজকের আওয়ামীলীগ বাকশালের কবল থেকে মুক্ত হয়ে রাজনীতির সুযোগ পেয়েছিলো।
৯. জিয়াউর রহমান আন্তজার্তিক ভাবে ইরান ইরাক যুদ্ধে ভূমিকা রেখে সূদৃঢ় অবস্থান নিশ্চীত করেছিলো
১০. জিয়াউর রহমানের প্রচেষ্টার কারনে মুসলিম উম্মাহ এক ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। জিয়াউর রহমানের অনবদ্য চেষ্ঠায় বাংলাদেশ আলকুদস কমিটির সদস্য সহ ওয়াইসির ও সদস্য পদ লাভ করেন ।
১১. দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও উন্নয়নের ভারসাম্য রক্ষায় জিয়াউর রহমান সার্ক গঠন করেন।
১২. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশর অর্থনৈতিক উন্নতি সাধনে প্রথম গার্মেন্টস খাতের শুভ সূচনা করেন।
১৩. জিয়াউর রহমান বাংলাদেশকে জাতিসংঘের সদস্য লাভের অনন্য কারিগর।
১৪. তিনি মধ্য প্রাচ্যে শ্রমিক পাঠিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ শালী দেশ হিসাবে গড়ে তোলার কারিগর।