অপরাধ জগতে ক্ষমতার দাপট কমেনি সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ের স্বামী আহমেদ জাওয়াদ রায়হান রাবি ও ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন-অর রশীদ চক্রের। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি দোতলা বাড়ি জোরপূর্বক দখলে রেখে সেখানে চালিয়ে যাচ্ছে অবৈধ সিসা, মদের বার ও অনৈতিক কর্মকাণ্ড।
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে তাদের এই বেপরোয়া কার্যক্রম। ‘দ্য কোর্টইয়ার্ড বাজার রেস্টুরেন্ট’ নামে প্রতিষ্ঠান গড়তে নেওয়া হয়নি কোনো ধরনের অনুমতি।
আবাসিকের ভাড়া চুক্তি করে রেস্তোরাঁ স্থাপন এবং তার আড়ালে অবৈধ ব্যবসার কথা জানতে পেরে বাড়ির মালিক এসব কর্মকাণ্ড বন্ধের তাগিদ দিলে উল্টো তাকে হুমকি দিচ্ছে চক্রটি।
আহমেদ জাওয়াদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বুশরা আফরিনের স্বামী। শ্বশুরের ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে এসব অপকর্ম করে আসছেন বলে অভিযোগ।
জানা গেছে, ভুক্তভোগী জাপান প্রবাসী মুর্তজা রেজা নিজের শতকোটি টাকা মূল্যের জমি ও বাড়ির বেদখল ঠেকাতে এবং সেখানে অনৈতিক কার্যক্রম বন্ধ করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। গত ২০ সেপ্টেম্বর ওই বাড়িতে গেলে সিন্ডিকেটের সদস্যরা তাকে হুমকি-ধমকি দেয়।