ইসকনকে ব্যবহার করে ভারত এই দেশকে বিপথগামী করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী।
তিনি বলেন, “ইসকন হিন্দুদের কোনও সংগঠন নয়। এটি একটি জঙ্গি সংগঠন, তারা সন্ত্রাসী ও উগ্র। দেশকে বিপথগামী করার ভারতের এই অপচেষ্টা রুখে দিতে হবে।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভের ডাক দেন সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) মুখপাত্র ছিলেন তিনি।
সেই বিক্ষোভের সময় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় তার বিরুদ্ধে। তাতে তার ভক্তদের বিক্ষোভ আরও বাড়তে থাকে। প্রায় এক মাস পর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।