জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কীভাবে অবাধ, সত্য তথ্য সংগ্রহ করা যায়, সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চেয়েছেন তিনি।
এসময় মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা দেশের স্বার্থে তারা সবাই ঐক্যবদ্ধ আছেন বলে জানান এবং প্রধান উপদেষ্টাকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Chief Adviser Professor Muhammad Yunus met leaders of various faiths on Thursday. He sought advice from religious leaders on how to collect free, truthful information on the problems of minorities.
Leaders of various faiths pledged their full cooperation to the Chief Adviser in preserving national unity, saying they were all united in the nation’s interests.