ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস -আল-আজহার বিশ্ববিদ্যালয়ে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।
১১তম ডি-৮ সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
আর আগে গতকাল মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
তিনি বলেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
Dr. Muhammad Yunus, the Prime Minister’s Adviser, will deliver a speech at Al-Azhar University in Cairo, Egypt. Yesterday, on Tuesday night at 1:20 AM, he departed from Hazrat Shahjalal International Airport on a special flight. He mentioned that during the upcoming conference, he will hold bilateral meetings with several heads of state, including President Recep Tayyip Erdogan of Turkey. During the trip, he will also join the D-8 Organization for Economic Cooperation in their Economic Co-operation Summit known as the D-8 Summit. This summit will be held on December 19th in Cairo. The theme of this year’s summit is Investing in Youth and Supporting Small and Medium Enterprises, Shaping Tomorrow’s Economy.