নীল ছবির সঙ্গে তুলনা করতেই গর্জে উঠলেন এ লাস্যময়ী।
নিজের এক্স হ্যান্ডেলে উর্বশীর ছবিটি নিয়ে কেকে লিখেছিলেন, ‘‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা হওয়া দরকার এমন নাচ নেচে।’’
জবাবে অভিনেত্রী লেখেন, ‘‘দেখেও হাসি পায়, যারা জীবনে তেমনই কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের? যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’’
শুধু কমল আর খান নন, নেটাগরিকরাও সমালোচনা করেছেন উর্বশীর। অনেকে লিখেছেন, “এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য।”
২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘দাবিডি দিবিডি’।